ব্রিজের সঙ্গে ধাক্কায় অটোরিকশার চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সুলতান মাহমুদ নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি হোসেন নামের অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জয়পুরহাট-ধামইরহাট সড়কের সদর উপজেলার জিতারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান মাহমুদ সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আহত রাব্বি হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভার্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, বিকালে সুলতান মাহমুদ মঙ্গলবাড়ী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে জয়পুরহাট সদরে যাচ্ছিলেন। জিতারপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে সুলতান ও রাব্বি দুজনই আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক সুলতান মাহমুদের মৃত্যু হয়।

রাশেদুজ্জামান/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।