বিজয় দিবসে নৌকা বাইচ
বিজয় দিবসকে আরও আনন্দঘন করতে মেহেরপুরের ভৈরব নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।খেলা দেখতে নদীর পাড়ে ভিড় জমান হাজারো নারী-পুরুষ।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। জেলার পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার এসএম মুরাদ আলী। খেলায় কুতুবপুর গ্রামের মাঝিরা আমদহ মাঝিদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
আসিফ ইকবাল/এএম/এমএস