ট্রলারের পাখায় গামছা পেঁচিয়ে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলারের ইঞ্জিনে পেঁচিয়ে বেলাল হোসেন (৫০) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরমোন্তাজের বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে চলন্ত ট্রলারে বসে বেলাল পান খেয়ে নদীতে সুপারির ছোলা ফেলতে যায়। এ সময় ইঞ্জিনের ফ্যানের সঙ্গে তার গলার গামছা পেঁচিয়ে যায়। এতে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি। তখন ট্রলারে তার ছেলেও (১৪) ছিল।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে ট্রলারের ইঞ্জিনের সঙ্গে গলার গামছা পেঁচিয়ে বেলাল হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে রয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।