বাড়িতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

বান্দরবানে বসতবাড়িতে বন্যহাতির আক্রমণে ঘুমন্ত অবস্থায় সিদ্দিক আহমদ (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যানিং মারমা জানান, নতুনপাড়া গ্রামে সাত বাঙালিসহ অন্তত ৩৫ পরিবার বসবাস করে। ধান খাওয়ার জন্য ভোরে ৪-৫টি বন্যহাতি পাহাড় থেকে ওই গ্রামে নেমে আসে। তার মধ্যে একটি হাতি সিদ্দিক আহমদের বসতবাড়িতে ধান খাওয়ার জন্য যায়। এ সময় বন্যহাতির আক্রমণে পুরো ঘরটি ধসে পড়লে কৃষক সিদ্দিক ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

এদিকে এ ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ টাকা সহায়তা দেয়া হয়েছে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।