হাসপাতাল থেকে ছাড়া পেলেন চীনের সেই নারী
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না পাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চীনের সেই নারী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান বলেন, জ্বর-সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে গত রোববার দুপুরে চীনের এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।
তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন ওই নারী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত। তার রক্ত, লালা ও ঘাম রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে জানা যায়, তার শরীরে করোনাভাইরাস নেই। এজন্য তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
জিতু কবীর/এএম/জেআইএম