যৌতুক দিতে না পারায় সোহাগীর মাথা ন্যাড়া করে দিয়েছে ওরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০১ মার্চ ২০২০

দিনাজপুরে যৌতুকের কারণে সোহাগী (২১) নামে এক গৃহবধূকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলেন নির্যাতিত গৃহবধূর স্বামী মো. জনি ইসলাম ওরফে সুমন (২৫), বাবা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)। তারা শহরের পশ্চিম দপ্তরীপাড়ার বাসিন্দা ।

গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিত গৃহবধূ সোহাগী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পশ্চিম দপ্তরীপাড়ায় ২ লাখ টাকা যৌতুকের জন্য গৃহবধূ সোহাগীকে নির্যাতন করে শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের একপর্যায়ে সোহাগীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় তারা।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।