নদীতে ভাসছে যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৬ মার্চ ২০২০
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে দশআনী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রাম থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে মেরুরচরের ৩নং ওয়ার্ডের টুপকারচর গ্রামের দশআনী নদীতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ২/৩ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। লাশটিতে পচন ধরেছে এবং পানিতে থাকার কারণে ফুলে গেছে।

নাঈম আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।