হোম কোয়ারেন্টাইন ছেড়ে মার্কেটে গেলেন সৌদিফেরত নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৮ মার্চ ২০২০

জামালপুরে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় বিদেশফেরত এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) বিকেলে জামালপুর পৌর এলাকার বগাবাইদে সৌদিফেরত ওই নারীকে জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম জানান, জামালপুর পৌর এলাকার বগাবাইদ গ্রামের ওই নারী গত ১৪ মার্চ দেশে ফেরেন। তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই নারীর বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা জানায় তিনি মোবাইল কেনার জন্য মার্কেটে গেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর ওই নারী ফিরে এলে হোম কোয়ারেন্টাইনে না থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে করোনাভাইরাস সম্পর্কে স্থানীয়দের সতর্ক করা হয়।

জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, জামালপুরে বিদেশফেরত ২৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় চারজন, মাদারগঞ্জে ১২ জন, বকশীগঞ্জে সাতজন, দেওয়ানগঞ্জে তিনজন, মেলান্দহে একজন ও ইসলামপুরে দুজন প্রবাসী নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপর্সগ দেখা যায়নি। যদি কোনো উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে আইইডিসিআর’র সহায়তা নেয়া হবে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।