জজ-এডিসিসহ বরিশালে ৬৩ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৮ মার্চ ২০২০

বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ ৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ অংশ নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) দেশে ফেরেন জেলা ও দায়রা জজ। অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়েছিলেন ভারতে। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষে দেশে ফেরা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বুধবার সকালে আদালতে এসে দাফতরিক কাজ করেন। বিকেলে বাসায় ফেরার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ১৪/১৫ দিন বাসায় পর্যবেক্ষণে থাকবেন।

অপরদিকে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, গত সোমবার (১৬ মার্চ) ভারত থেকে দেশে ফেরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বুধবার থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত বরিশাল জেলায় বিদেশ থেকে আসা ৬১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

তিনি বলেন, গত কয়েক দিনে বরিশালে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী দেশে এসেছেন। তাদের অনেকেই ঢাকায় আছেন। কেউ কেউ নিজ নিজ এলাকায় ফিরছেন। স্বাস্থ্য বিভাগ তাদের সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছে।

সাইফ আমীন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।