খুলনায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:২১ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দেশের সকল স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ তা অমান্য করে খুলনার কিছু কোচিং সেন্টারে চলছিল শিক্ষা কার্যক্রম। সেসব কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করার দুই কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, বয়রাসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। আভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে খুলনায় যেসব কোচিং সেন্টার চালু ছিল তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোচিং সেন্টার খোলা রাখা ও নিবন্ধন না থাকায় শহরের ‘সপ্তর্ষী’ ও ‘ইন্টারএইড’ নামে দুই কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোচিং খোলা হবে না মর্মে নির্দেশ দেয়া হয়।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।