রাঙ্গামাটির সকল পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৯ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় যখনই দেশের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে তখনই পর্যটন নগরী রাঙ্গামাটিতে আনাগোনা বেড়ে যায় পর্যটকদের।

তাই এ ভাইরাস মোকাবিলায় এবং মানুষের অবাধ চলাফেরা বন্ধে রাঙ্গামাটির সকল পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

jagonews24

বুধবার রাতে তিনি নিষেধাজ্ঞার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশ অনুসারে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো পর্যটনকেন্দ্র পরিচালনা করা যাবে না। সকল পর্যটনকেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

jagonews24

তিনি আরও বলেন, কেউ যদি নির্দেশনা অমান্য করেন তবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সাইফুল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।