ট্রাকচাপায় প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ মার্চ ২০২০
ফাইল ছবি

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় আকবর আলী (৪০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলীর বাড়ি বিজয়পুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিজয়পুর ও কুশুম্বা এলাকার মাঝামাঝি স্থানে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ‘সাদেক ইটভাটা’। ওই ভাটায় আকবর আলী শ্রমিকের কাজ করতেন। সকাল থেকে তিনি ভাটায় কাঁচা ইট পরিবহনের কাজ করছিলেন। ভ্যানে করে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি কয়লার ট্রাক তাকে চাপা দেয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় ট্রাকটি। গুরুতর আহত আকবর আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।