ফ্রান্স প্রবাসীকে চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসক!
সিলেটে ফ্রান্সফেরত এক প্রবাসীকে চিকিৎসা দিয়ে চারদিন ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সিলেটের একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। হোম কোয়ারেন্টাইনে থাকায় গত তিনদিন থেকে বন্ধ রয়েছে তার দুটি রোগী দেখার চেম্বার। ওই চিকিৎসক সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
এদিকে ওই চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেয়া ফ্রান্স প্রবাসী এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। তবে ওই চিকিৎসকের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে পরিবারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এনিয়ে সিলেটের সবকটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সপ্তাহ খানেক আগে ফ্রান্স থেকে দেশে আসা এক প্রবাসী ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা দেয়ার পর থেকে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এরপর নগরের আম্বরখানা এলাকায় তার পৈতৃক বাড়ি ও মাউন্ড এডোরা হাসপাতালের চেম্বার দুটি বন্ধ করে তিনি বাসায় অবস্থান করছেন।
এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বিষয়টি আমিও শুনেছি। অনেকে আমাকে বলেছেন তিনি আক্রান্ত। তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক। হয়তো করোনাভাইরাসের লক্ষণ বুঝতে পেরেছেন তাই নিজ থেকেই তিনি হোম কোয়ান্টোইনে রয়েছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। কেউ আমাকে অবগত করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
ছামির মাহমুদ/আরএআর/পিআর