কোয়ারেন্টাইন সিল নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৩ মার্চ ২০২০

হাতে কোয়ারেন্টাইন সিল নিয়েই সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে বেরিয়ে টাকা তুলতে সরাসরি ব্যাংকে গেলেন এক প্রবাসী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোড়াকলি গ্রামের বাসিন্দা।

রোববার (২২ মার্চ) বিদেশ থেকে আসার কারণে তার হাতে কোয়ারেন্টাইন সিল লাগিয়ে দেয়া হয়। তিনি যেখানে থাকবেন সেখান থেকে ১৪ দিন বের হতে যাতে না পারেন সেজন্য কোয়ারেন্টাইন সিল লাগিয়ে দেয়া হয়। কিন্তু এ নিয়মের তোয়াক্কা না করে টাকা তুলতে ব্যাংকে গেলেন এই প্রবাসী।

সোমবার নগরের জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংকে যান ওই প্রবাসী। তার হাতে সিল দেখে ফটকে থাকা সিকিউরিটি ও পুলিশ সদস্যরা বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে ওই প্রবাসীকে ব্যাংক থেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে ফিরিয়ে দেয়া হয়। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সিলেট কোতোয়ালি থানা পুলিশকে জানান। পরে ওই প্রবাসীকে নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে ওই প্রবাসীর হাতে কোয়ারেন্টাইনের সিল মেরে দেয়া হয়। পরে ওই প্রবাসী একটি মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিভাবে তিনি ব্যাংকে গেছেন তা জানা নেই কারও।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মিত্র বলেন, যেখানে প্রবাসীদের অবাধে মেলামেশার বিষয়ে কড়া নজরদারি চলছে, সেখানে সরাসরি লোকসমাগমের মধ্যে প্রবাসীর আসার ঘটনা দুঃখজনক। তারা আইন কেন মানছেন না বিষয়টি আমাদের বোধগম্য নয়।

ছামির/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।