চলতি মাসের দোকান ভাড়া নেবেন না ১৪ দোকানের মালিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে ১৪টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাসেল মিয়া। সোমবার (২৩ মার্চ) বিকেলে রাসেল মিয়া তার ভাড়াটিয়াদের কাছে চলতি মাসের ভাড়া মওকুফের কথা জানিয়ে দেন। মালিকের এমন ঘোষণায় ব্যাপক খুশি দোকানের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা জানান, উপজেলার পয়সারহাট হাইওয়ে সড়কের পাশে ১৪টি দোকান রয়েছে মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়ার। দোকানগুলো ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল বিক্রি করে আসছেন তারা। গত কয়েক দিনে বিক্রি অনেক কমে গেছে। ক্রেতা নেই বললেই চলে। এসব বিবেচনা করে দোকান মালিক রাসেল মিয়া ভাড়া মওকুফ করে দিয়েছেন।

স্টলের মালিক মো. রাসেল মিয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ কারণে ভাড়াটিয়াদের মন্দা যাচ্ছে। ক্রেতা নেই। তাদের আর্থিক সংকট দেখা দিয়েছে। বিষয়টি তারা আমাকে জানিয়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না বলে জানিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে আগামী মাসের ভাড়া মওকুফ করা হবে।

ভাড়াটিয়া শাহাদাত দাড়িয়া বলেন, দোকান ভাড়া নিয়ে টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি করছেন। তবে গত ১০ দিন ধরে বিক্রি নেই বললেই চলে। সংকটের সময় দোকান মালিক আমাদের চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন। রাসেল মিয়ার মহানুভবতার জন্য তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।