বিদেশ থেকে ফিরে অফিসে ব্যাংক কর্মকর্তা, ধরলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৩ মার্চ ২০২০
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান এ জরিমানা আদায় করেন।দণ্ডিত ওই ব্যাংক কর্মকর্তা আইএফআইসি ব্যাংকের পুঠিয়ার বানেশ্বর শাখায় কর্মরত। তিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরেন। এরপর বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে না থেকে ব্যাংকিং কাজে অংশ নেন। খবর পেয়ে ব্যাংকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান বলেন, বিধি অমান্য করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে হোম কোয়ারেন্টাইনে গেছেন আরও ৮৩ জন। সোমাবর দুপুরে রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। পাশাপাশি হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ২১ জন। বর্তমানে ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।