করোনা ইউনিটে ভর্তি পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০২:০৭ এএম, ২৫ মার্চ ২০২০

খুলনা মেডিকেল কলেজ (খুমেকে) হাসপাতালের করোনা ইউনিটে এক পুলিশ সদস্যকে (২১) পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টায় ওই পুলিশ সদস্যকে খুমেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কনস্টেবল পদে কর্মরত।

কেএমপি সূত্র জানায়, গত ৩ মার্চ অসুস্থ হয়ে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যান ওই পুলিশ সদস্য। ২০ মার্চ থেকে তার গলা ও মাথাব্যথা শুরু হয়। অসুস্থ অবস্থায় কাজে যোগদান করতে এলে তার শরীরের অবস্থা দেখে হাসপাতালে পাঠানো হয়।

কেএমপির স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার রাশিদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

খুমেকের আবাসিক ডা. শৈ‌লেনন্দ্রনাথ বলেন, ওই পুলিশ সদস্যকে খুমেকের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আমরা নিশ্চিত নই তিনি করোনায় আক্রান্ত কি-না। সকালে হাসপাতালের পরিচালক আইইডিসিআরে ফোন দিয়ে তার রক্তের নমুনা সংগ্রহের অনুরোধ জানাবেন। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আলমগীর হান্নান/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।