জামালপুরে নিম্নআয়ের মানুষের জন্য ৭০ মে.টন চাল বরাদ্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৫ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবেলায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ব্যতিত জামালপুরে গণবিজ্ঞপ্তি জারি করে সকল প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ে নিম্নআয়ের মানুষ যাতে অভাবে না থাকে সেই লক্ষে জামালপুরের সাত উপজেলায় ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবেলায় খাদ্য সামগ্রী, ওষুধ, চিকিৎসা সেবা কেন্দ্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার ব্যতিত জামালপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ আপদকালীন সময়ে নিম্ন আয়ের মানুষেরা যাতে অভাবে না থাকে সেই লক্ষে জামালপুরের সাত উপজেলার জন্য ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

আজকের মধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের সংখ্যা সংগ্রহ করা হবে এবং প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি ডাল বিতরণ করা হবে।

এমএএস/এমকএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।