নওগাঁয় ১০ দিন পত্রিকা বিলি-বণ্টন বন্ধের সিদ্ধান্ত
করোনাভাইরাসের প্রকোপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ১০ দিন নওগাঁয় সকল পত্রিকা বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকালে নওগাঁ শহরের নওযোয়ান মাঠের বিপরীতে গাঁজা সোসাইটি মিলনায়তে সকল পত্রিকা এজেন্ট ও পত্রিকা হকার্স এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল (১০ দিন) পর্যন্ত= জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্রসহ ছাপানো প্রকাশনা বিলি-বণ্টন বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন পত্রিকা এজেন্ট ও পত্রিকা হকার্সরা।
হকার্সরা পত্রিকা বিলি-বণ্টনে নানা প্রতিবন্ধকতাসহ তাদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। যানবাহন চলাচল কম হওয়ায় ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় বুধবার থেকে পত্রিকা যাওয়া বন্ধ হয়ে গেছে। পত্রিকা অফিসগুলোতে বিষয়টি জানিয়ে দিয়েছেন পত্রিকা এজেন্টরা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ও জনজীবনে গতি ফিরলে তারা আবারও আগের নিয়মেই গ্রহণ ও বিলি-বণ্টন করবেন বলে জানা গেছে।
আব্বাস আলী/এমএএস/এমএস