প্রাইভেট পড়িয়ে ৪০ হাজার টাকা জরিমানা দিলেন শিক্ষক
নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট পড়ানোর দায়ে মোজাফ্ফর হোসেন নামের এক মাদরাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মোজাফ্ফর হোসেন চাংলা জেএম বহুমুখী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। বুধবার দুপুরে তার কাছ থেকে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম।
নাহারুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরাধে সব শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাইভেট ও কোচিং বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু আইন অমান্য করে মোজাফ্ফর হোসেন ২০ জন ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্বাস আলী/এএম/এমএস