পথচারীর হাতে স্যানিটাইজার দিল পুলিশ
সিলেটে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রেসহ পথচারীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে পুলিশ। এ সময় সাধারণ মানুষকে অযথা বাইরে ঘোরাফেরা না করার জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়। মহানগর পুলিশের কোতোয়ালি থানার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে নগরের বন্দর থেকে শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা এলাকাসহ বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা। এ সময় পথচারীসহ বিভিন্ন গাড়িচালক ও রিকশাচালকদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, ওসি (তদন্ত) সৌমেন মিত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ দেবাশিষ দে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এফএ/জেআইএম