কোয়ারেন্টাইন মানেনি ভারতফেরত ছেলে, ৬ দিন পর বাবার মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৫৫ এএম, ২৭ মার্চ ২০২০

যশোরের বেনাপোলে ওজিহার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল গণির ছেলে ওজিহার বুধবার গভীর রাতে নিজ বাড়িতে শ্বাসকষ্টে মারা যান।

তার দুই ছেলে ও এক মেয়ে ছয়দিন আগে ভারতের মুম্বাই শহর থেকে দেশে ফেরেন। দেশে ফিরে হোম কোয়ারেন্টাইন মানেননি তারা। তাদের বাড়িতে দেয়া হয়নি লাল পতাকা।

বাবার মৃত্যুর পর তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। তবে স্বজনদের দাবি, ওজিহার একজন অ্যাজমা রোগী। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, ওজিয়ারের মেয়ে এবং ছেলে ভারতের মুম্বাই শহরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখান থেকে ছয়দিন আগে দেশে এসে বাড়িতে লুকিয়ে ছিলেন তারা। এজন্য বাবার মৃত্যুর পর করোনা নিয়ে সন্দেহ জাগে এলাকাবাসীর। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেনাপোল পৌরসভার কাগজপুকুর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ওজিয়ার রহমান একজন বৃদ্ধ লোক। তার শ্বাসকষ্ট ছিল। তবে পরিবারের সদস্যরা ভারত থেকে আসার পর কোয়ারেন্টাইন না মানায় তার মৃত্যু নিয়ে এলাকার মানুষের মাঝে নানা সন্দেহ দেখা দেয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান বলেন, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির মৃত্যু স্বাভাবিক। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি একজন অ্যাজমা রোগী ছিলেন।

জামাল হোসেন/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।