নওগাঁয় অযথা বাইরে ঘোরাঘুরি করায় ৯ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তারপরও মানুষ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় ও বাজারে ঘোরাঘুরি করছে। অকারণে বাড়ির বাইরে ঘোরাঘুরি করায় নওগাঁর পোরশা উপজেলায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা বলেন, উপজেলার কালাইবাড়ি, গাংগুরিয়া ও সরাইগাছি মোড়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও বাজারে ঘুরছিল ৯ ব্যক্তি। অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিদের জরিমানা করা হয়। সেই সঙ্গে চলমান নিষেধাজ্ঞায় বাড়ির বাইরে চলাচল না করতে বলা হয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সচেতনতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্চে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

আব্বাস আলী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।