সামাজিক দূরত্ব নিশ্চিতে সন্দ্বীপেও দোকানে-দোকানে বৃত্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সন্দ্বীপ
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, রাস্তাঘাটে বা দোকানের সামনে দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা, আর সেই গোলাকার বৃত্তে দাঁড়াবে মানুষ।

উদ্যোগটি সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ওষুধ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে আঁকা হয়েছে এ সব বৃত্ত আর সেখানে দাঁড়িয়ে কেনাকাটা করছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরি পণ্যের দোকানের সামনে বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। এটি একটি প্রতীকী বিষয়। মানুষের মধ্যে সামাজিক দূরত্বের বিষয়ে সচেতনতা তৈরি করতে এটা করা হয়েছে।’

Untitled-1

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদর্শী সম্বোধি চাকমা জাগো নিউজকে বলেন, ‘মানুষ যেন নিরাপদ দূরত্বে থেকে জরুরি পণ্য কিনতে পারে, একজন যেন আরেকজনের সংস্পর্শে আসতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। আমরা সেটার বাস্তবায়ন শুরু করেছি। নিরাপদ সামাজিক দূরত্বের আদেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি বৃত্তের মধ্যে তিন ফুট দূরত্ব রাখা হয়েছে। পুরো উপজেলায় পুলিশ ও সেনাসদস্যদের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি বৃত্ত আঁকার কাজেও তাদের সহায়তা নেয়া হচ্ছে।’

অপু ইব্রাহিম/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।