২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা মেয়রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:০৯ এএম, ২৮ মার্চ ২০২০

চলমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি নিম্নআয়ের ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এ চাল-ডাল বিতরণ শুরু হবে। প্রত্যেক পরিবার পাবে ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম ডাল। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নগর ভবনের সিটি হল রুমে জরুরি সভায় এ তথ্য জানান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, রাজশাহীবাসীকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সবসময় আছি। আর্থিক সংকটে অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে শনিবার থেকে চাল-ডাল বিতরণ করা হবে।

তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বা করণীয় বিষয়ে সভা, ৩০টি ওয়ার্ডে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন, আপদকালীন খাদ্য সরবরাহ, ২০ হাজার মাস্ক তৈরি এবং দ্রুত বিতরণ, নগরীর ২৭টি পয়েন্টে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ৩০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা লিফলেট বিতরণ, মাইকিং, কেবল নেটওয়ার্কে এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রচার ও নগরীর রাস্তা জীবাণুমুক্তকরণের কাজ চলমান।

চিকিৎসকদের সুরক্ষায় চীন থেকে ৩০০ পিপিই ক্রয়, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপদ পোশাক, মাস্ক, হ্যান্ড গ্লাভস সরবরাহ ও স্প্রে মেশিন ক্রয় এবং ওয়ার্ড পর্যায়ে স্প্রে করা হচ্ছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র লিটন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় নিরাপদ দূরুত্ব বজায় রেখে কাউন্সিলররা আলোচনায় অংশ নেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।