রাস্তায় পড়ে থাকা বিদেশির শরীরে করোনার উপসর্গ নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৯ মার্চ ২০২০

সিলেট নগরের রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিক মার্কোর (৪৩) শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। ফলে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানেো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থাও অনেকটা ভালো।

রোববার দুপুরে (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নগরের মীরবক্সটুলায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক মার্কোকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা করোনাভাইরাসের উপসর্গ না পাওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, ফিনল্যান্ডের নাগরিক মার্কো প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করে হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন। শনিবার (২৮ মার্চ) বিকেলে অসুস্থতা অনুভব করায় মার্কো হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলা এলাকায় খায়রুন ভবনের পাশের রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন।

আচমকা এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে ওই বিদেশির কাছে ঘেঁষছিলেন না কেউ। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।