রাজশাহীতে ৪২১ জন কোয়ারেন্টাইনমুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩০ মার্চ ২০২০

রাজশাহীতে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১৯ জন। তবে গত ১ মার্চ থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৯৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ৪২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সবমিলিয়ে মোট ৫১৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই। নতুন যে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে এদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১৮ জন। এর বাইরে জেলার বাঘা উপজেলায় ১০ জন, বাগমারায় ৪ জন, মোহনপুরে ১১ জন এবং গোদাগাড়ীর ৮ জন।

এদের মধ্যে ৪৪ জনই এসেছেনে ভারত থেকে। মালয়েশিয়া থেকে এসেছেন ২ জন। এছাড়া সৌদি আরব, জর্ডান, জার্মান, মালদ্বীপ ও সিঙ্গাপুর থেকে ১ জন করে দেশে এসেছেন।

সিভিল সার্জন আরো জানান, রাজশাহীতে এখনও কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। তারপরও বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদেশ থেকে আসার পর তারা ১৪ দিন বাইরে ঘোরাফেরা করতে পারবেন না।

সরকারি নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিভিল সার্জন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।