দুদিন আগেই হোম কোয়ারেন্টাইন ছাড়লেন যুক্তরাজ্য প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:০১ পিএম, ৩০ মার্চ ২০২০

সিলেটে হোম কোয়ারেন্টাইন না মানায় এক যুক্তরাজ্য প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) সকালে নগরের মজুমদারীতে ওই প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ওই ব্যক্তি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। আগামী ১ এপ্রিল পর্যন্ত তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু সেটি না মেনে তিনি সোমবার সকালে বাসা থেকে বের হয়ে যান। খবর পেয়ে সেখানে অভিযান চালান সিলেট সিটি কর্পোরেশেনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মীরা সোমবার নগরের বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করা করেছেন। রাস্তার পাশাপাশি বিভিন্ন গ্যারেজ ও জনবহুল এলাকায় এ জীবানুনাশক ছিটানো হয়।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।