চাল-ডাল নিয়ে হঠাৎ ঘরে ঘরে আদাবরের ফারুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ পিএম, ৩০ মার্চ ২০২০

সৈয়দ আমানত আলী

রাজধানীর আদাবরে নিত্যপ্রয়োজনীয় চাল ,ডাল, তেল, আলু, রসুন, পেঁয়াজ ও সাবান নিয়ে ঘরে ঘরে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আদাবর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. ফারুক হোসাইন। করোনার প্রাদুর্ভাবে সারাদেশে যখন লকডাউন পরিস্থিতি বিরাজ করছে তখন তিনি ঘরে আটকে পড়া গরিব-অসহায় মানুষের দ্বারে দ্বারে নিজ দায়িত্বে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি প্রতিদিন আদাবরের শতাধিক বিভিন্ন শ্রমজীবী মানুষের বাসায় গিয়ে তাদের খাদ্যসামগ্রী দিয়ে আসছেন। শুধু তাই নয় তার বাসার সামনে সহযোগিতার আশায় যারা আসছেন তাদেরও তিনি সহযোগিতা করছেন।

jagonews24

বাজার পেয়ে খুশি এমন কয়েকজনের সঙ্গে কথা হয় জাগো নিউজের এ প্রতিবেদকের। তাদের মধ্য থেকে ভ্যানে করে যাচ্ছিলেন পঙ্গু একরাম মিয়া।

তিনি বলেন, আমরা তো ঘরে বসে থাকতে পারি না, কে খাবার দেবে। তাই পেটের দায়ে বাসা থেকে বের হলাম। হঠাৎ স্যার ভ্যান থামাতে বললেন। ভ্যান থামলে আমাদের দুজনকে দুটি প্যাকেট দিলেন। স্যারদের মতো সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা দুমুঠো খেয়ে বাঁচতে পারব।

jagonews24

কথা হয় আরেক বৃদ্ধা সেলিনা খাতুনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ স্যার আমার সামনে এসে গাড়ি থামলেন। গাড়ি থেকে নেমে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললেন আমার জন্য দোয়া করবেন। আমি স্যারের জন্য দোয়া করি। আল্লাহ যেন স্যারকে হায়াৎ দারাজ করেন।

jagonews24

জানতে চাইলে মো. ফারুক হোসাইন জাগো নিউজকে বলেন, প্রথমত আমি বলব আমি অসহায় মানুষদের পাশে এই বিপদে দাঁড়াতে পরেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রতিদিন অসহায় মানুষদের দিতে থাকব। আমি সবার প্রতি আহ্বান জানাব যেন এই বিপদের সময় অসহায়-ইরব মানুষের পাশে এসে দাঁড়ায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।