রংপুর মেডিকেলে আরও ২৭ জনের নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজে আরও ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় দফায় গত শনি ও রোববার রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা থেকে এই ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

সোমবার ০৬ (এপ্রিল) সকাল ১০টা থেকে এসব নমুনা পরীক্ষা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও পিসিআর ল্যাবরেটরির তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাকিমুর রহমান।

তিনি বলেন, শনি ও রোববার করোনা আক্রান্ত সন্দেহের ২৭টি নমুনা নিয়ে সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কার্যক্রম শেষ হলে রোববার রাত ৯টার মধ্যেই ফলাফল ডিজি হেলথ ও আইইডিসিআরে পাঠানো হবে। পরে আইইডিসিআর ফলাফল ঘোষণা করবে।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রথমবারের মতো ৪২টি সংগৃহীত নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। তাতে কেউ করোনা শনাক্ত হয়নি।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।