সাভারে তাবলিগফেরত সাতজনের বাড়ি লকডাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৮ এপ্রিল ২০২০

সাভারের পৌর এলাকার সুবাজবাগের ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওইসব বাড়ির বাসিন্দারা তাবলিগ জামাত থেকে এলাকায় আসায় বুধবার (৮ এপ্রিল) বিকেল স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টানিয়ে লকডাউনের ঘোষণা দেন।

সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট থেকে তাবলিগ জামাতের সাতজন এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে ফেরেন। এর মধ্যে একই পরিবারের দুজন তাবলিগফেরত। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের নির্দেশে ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ছয় বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

আল-মামুন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।