সামাজিক দূরত্ব নিশ্চিত করা নিয়ে যুবলীগ ও যুবদল নেতার কাণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১২ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় যুবলীগ নেতা মোর্শেদ তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত যুবলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে উপজেলার মহড়ো ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতার ভগ্নিপতি মোহসীন তালুকদার বাদী হয়ে মহেড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাজার কমিটির সাধরণ সম্পাদক আব্দুল আলীমসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

জানা গেছে, রোববার সকালে মির্জাপুর থানা পুলিশ ওই বাজার পরিদর্শনে গিয়ে লোকসমাগম দেখে বাজার ভেঙে দেয়। পুলিশ চলে আসার পর আবার বাজার বসে এবং লোকসমাগম বৃদ্ধি পায়। মহেড়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য শাজাহান বকুল গিয়ে বাজার বন্ধ রাখার কথা বলেন।

এ নিয়ে আব্দুল আলীম ওই ইউপি সদস্যের ওপর ক্ষিপ্ত হন। মহেড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোর্শেদ তালুকদার এ ঘটনার প্রতিবাদ করলে আলীম লোকজন নিয়ে মোর্শেদের ওপর হামলা করেন। পরে আহত অবস্থায় মোর্শেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দুল আলীম বলেন, ২-৩ দিন আগে দোকান খোলা রাখায় বাজারের স্বর্ণ ব্যবসায়ী আলমকে মারধর করেন মোর্শেদ। রোববার সকালে বাজার থেকে পুলিশ যাওয়ার পর শাজাহান মেম্বারের সঙ্গে কথা বলার একপর্যায়ে মোর্শেদ আমাকে হেলমেট দিয়ে আঘাত করেন। তখন বাজারের লোকজন তাকে ধাওয়া দিলে পালানোর সময় সিমেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পড়ে আহত হন মোর্শেদ।

মির্জাপুর থানা পুলিশের ওসি মো. সায়েদুর রহমান বলেন, যুবলীগ নেতার ওপর হমলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।