অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খুলনা মহানগরীর অসহায়, দুস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং ভবঘুরেদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রোববার (১২ এপ্রিল) দুপুরে এসব খাবার বিতরণ করা হয়। এর আগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে পুলিশ। প্রতিদিন দুই বেলা এসব খাবার বিতরণ করা হয়।

কেএমপির মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, বেশ কিছুদিন ধরেই কেএমপির উদ্যোগে প্রতিদিন ২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বাস টার্মিনাল, রেল স্টেশন এবং রাস্তা-ঘাটে থাকা অসহায় মানুষের মাঝে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিদিন দুই বেলা রান্না করা খাবার পৌঁছে দেয়া হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাবার বিতরণ অব্যাহত থাকবে।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।