করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটিতে একজনের মৃত্যু
রাঙ্গামাটিতে করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার দিবাগত রাত ২টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ওই ব্যক্তির মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তফা কামাল বলেন, রোববার ওই ব্যক্তি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসেন। অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। ওই দিন তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির বাড়ি কুষ্টিয়ায় বলে জেনেছি। তবে তিনি রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় থাকতেন।
এর আগে চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরুর পর চার দফায় রাঙ্গামাটি থেকে মোট ৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সোমবার মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোববারই পাঠানো হয়। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনার আক্রান্ত ছিলেন কি-না। তবে রাঙ্গামাটিতে এই প্রথম করোনা উপসর্গ নিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।
সাইফুল/এএম/পিআর