করোনা ঠেকাতে লকডাউন নওগাঁ
করোনাভাইরাস প্রতিরোধকল্পে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ১১ (১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নওগাঁ জেলাকে ‘অবরুদ্ধ’ বা লকডাউন ঘোষণা করা হলো। এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক বা মহাসড়ক, নৌপথ বা অন্য কোনো পথে কোনো ব্যক্তি জেলায় প্রবেশ করতে এবং এ জেলা হতে বেরোতে পারবেন না। জেলার অভ্যন্তরের আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জনসাধারণকে সামাজিক দূরুত্ব বজায় রাখা সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
এতে আরও বলা হয়, জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা হতে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেদিক থেকে এ জেলা এখনো মুক্ত রয়েছে। তবে ইতোমধ্যে বাইরের জেলা বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরছে। তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরও বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।
আব্বাস আলী/এইচএ/এমকেএইচ