রংপুরের ৩ জেলায় আরও তিনজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০২০

রংপুর বিভাগের ৩ জেলায় আরও নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এরমধ্যে দিনাজপুরে পার্বতীপুর উপজেলার একজন, রংপুরের বদরগঞ্জ উপজেলার একজন এবং গাইবান্ধা সদর উপজেলার একজন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান। এ নিয়ে এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়ালো।

এদের মধ্যে গাইবান্ধায় ১৩ জন, দিনাজপুরে ৮, নীলফামারীতে ৬, ঠাকুরগাঁওয়ে ৩, রংপুরে ৩, লালমনিরহাটে ২ এবং কুড়িগ্রামে ২ জন।

জীতু কবির/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।