করোনা যুদ্ধে পুলিশের অবদান প্রশংসনীয় : ডিআইজি কামরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় অবদান রাখছে বলে জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. কামমরুল আহসান। তিনি বলেন, মৃত্যু ভয়কে জয় করে পুলিশের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনসে করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের সচেতন করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি কামরুল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং কর্মহীন মানুষের পাশে থাকায় সারাদেশে পুলিশের ভাবমূর্তি অতীতের যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

Sylhet-police

করোনাভাইরাস মোকাবিলায় সিলেট জেলা পুলিশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সচেতন এবং সুরিক্ষিত রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরত্ব দিতে হবে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সচেতনতামূলক মতবিনিময় সভায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট রেঞ্জ অফিসে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাহীনুর আলম খান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট জেলার সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার (ওসি) উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত মানবিক দৃষ্টিকোন থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন। পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষায় ইতোমধ্যে একাধিকবার বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশ সদস্যদের সুরক্ষিত থেকে দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।