রংপুরে তাবলিগ থেকে ফিরে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

বিভাগের রংপুর জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বাসিন্দা। তার বয়স ৮০ বছর। সম্প্রতি তিনি তাবলিগ জামাত শেষে ঢাকা থেকে ফিরেছেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে গাইবান্ধার ১৩ জন, দিনাজপুরের ৮, নীলফামারীর ৬, ঠাকুরগাঁওয়ের ৩, রংপুরে ৪, লালমনিরহাটের ২ এবং কুড়িগ্রামের ২ জন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি তাবলিগ জামাতে যোগ দিতে ঢাকা গিয়েছিলেন। গত শনিবার সেখান থেকে ফিরে রংপুর শহরের খামার মোড়স্থ মেয়ের বাড়িতে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ এপ্রিল) তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় তার মেয়ের বাড়ি লকডাউন করা হয়েছে।

জিতু কবীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।