রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ১৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে ১৫ এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশনে রেখেছিলাম। পরদিন ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার ভোরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়েছি। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।