ভৈরবের মেঘনা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর জানাজায় ব্যাপক লোকসমাগমের পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে অবস্থিত মেঘনা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোন যানবাহন সেতুটি দিয়ে চলাচল করতে পারছে না।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার ভোর থেকে ভৈরব থানা পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। সড়ক সেতুর ভৈরব ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আলাদাভাবে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
জরুরি পণ্য যেমন- কাঁচামাল, ঔষধ, কৃষিদ্রব্য, ধান কাটার শ্রমিক, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন সেতু দিয়ে যাওয়া-আসা করতে পারছে না। এছাড়া ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়ক পথেও একইভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভৈরবের ব্রহ্মপুত্র নদে অবস্থিত সেতু এবং কিশোরগঞ্জ সড়কের কাছেও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গতকাল (শনিবার) অনুষ্ঠিত জানাজায় ভৈরবের দিক থেকে কোনো মানুষ অংশ নেয়নি। আগে থেকেই ভৈরব মেঘনা সেতুর টোলপ্লাজায় কড়াকড়ি আরোপ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (রোববার) আরও কঠোর করা হয়েছে।
গত ১৭ এপ্রিল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে মারা যান বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। তার নামাজে জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। করোনার বিস্তারের পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল ‘গোটা দেশকে ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সরকার। এরপরও মাওলানা আনসারীর জানাজায় হাজার হাজার মানুষের শরিক হওয়ার বিষয়টি ব্যাপক সমালোচিত হয়। স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় ইতোমধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি। কমিটিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া সরাইল উপজেলার আশেপাশে আট গ্রামের মানুষকে ঘরে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
আসাদুজ্জামান ফারুক/এমএআর/এমএস