রংপুরে দু’জন করোনায় আক্রান্ত, একজন ঠাকুরগাঁওয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২০ এপ্রিল ২০২০

রংপুরের দুই জেলায় নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে শ্বশুরবাড়িতে এসে এক যুবক (৩৩) এবং কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকার এক ব্যক্তি (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জফেরত। অপরজন ঢাকার মিরপুর থেকে এসেছেন।তার বাড়ি ঠাকুরগাঁও।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। 

এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৫৩ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৪ জন, দিনাজপুরে ১১ জন, নীলফামারীতে নয়জন, ঠাকুরগাঁওয়ে ছয়জন, রংপুরে সাতজন, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে তিনজন এবং পঞ্চগড়ে একজন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়ায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ঠাকুরগাঁওয়ে। ৫-৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে শ্বশুরবাড়ি কাউনিয়ায় আসেন তিনি। শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।