লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু
লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষক কামাল হোসেন (২৮) ও চা দোকানি শাহজাহান সর্দারের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ও রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কামাল কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মতিনের ছেলে ও পেশায় কৃষক। বিকেলে তিনি বৃষ্টির মধ্যে বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথেই বটতলি এলাকায় বজ্রপাতে তিনি মারা যান।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, প্রশাসনকে ঘটনাটি অবহিত করা হয়েছে। পরিবারকে পক্ষ থেকে মৃত ব্যক্তির মরদেহ দাফন করতে বলা হয়েছে।
এদিকে চা দোকানি শাহজাহান দুপুরে দোকান বন্ধ করে মেঘনা নদীর পাড় দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি রায়পুরের চরকাচিয়া গ্রামের বাসিন্দা। তার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে।
রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, প্রশাসনকে জানিয়ে মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাজল কায়েস/এএম/এমএস