লকডাউনের মধ্যে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
লকডাউনের মধ্যে নওগাঁয় ট্রাকের ধাক্কায় কাজী রকিব (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঠ্যাংভাঙা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকিব সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত কাজি সেকেন্দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
তিনি বলেন, রকিব ভ্যান নিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এ সময় নওগাঁ শহর থেকে বদলগাছীগামী একটি ট্রাক ঠ্যাংভাঙা মোড়ে ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কাজী রকিব নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধকল্পে নওগাঁ জেলাকে লকডাউন করা হয়। ১৫ এপ্রিল থেকে শুরু হয় এ লকডাউন। এর মধ্যেও চলছে যানবাহন।
আব্বাস আলী/এএম/এমকেএইচ