সন্তান কোলে নিয়ে রাস্তায় বসে থাকা মাকে ত্রাণ দিল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিতে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও সেনাবাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। টহল চলাকালীন অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ঝুমুর এলাকায় সড়কের পাশে এক অসহায় নারী তার শিশুসন্তানকে কোলে নিয়ে বসে ছিলেন। এ সময় টহল গাড়ি থামিয়ে তাদের বস্তাভর্তি খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লক্ষ্মীপুরে দায়িত্বরত লে. শাহ মোহতাসিম রহমান টহল গাড়ি থেকে নেমে অসহায় ওই নারীকে খাদ্যসামগ্রী দেন। ঝুমুর এলাকায় একটি দোকানের সামনে সন্ধ্যা থেকেই মেয়েকে নিয়ে বসে ছিলেন ওই নারী। রাতে সেনাবাহিনীর ত্রাণ পেয়ে বেশ খুশি হয়েছেন তিনি। তাৎক্ষণিক এক মানবিক দৃশ্য ফুটে ওঠে ঝুমুর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে’র নেতৃত্বে সেনাবাহিনী টহল দিয়েছে। এ সময় চলতি পথে সেনাবাহিনী নিয়মিত কর্মসূচি হিসেবে ৩০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

গত ১৪ দিনে ৪২০ জনকে ত্রাণ দিয়েছে সেনাবাহিনী। প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল ও দুটি সাবান দেয়া হয়। ১৬ এপ্রিল জেলার কয়েকটি স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন করে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লক্ষ্মীপুরে দায়িত্বরত লেফটেন্যান্ট শাহ মোহতাসিম রহমান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। একই সঙ্গে অসহায় মানুষগুলোর মাঝে প্রতিদিন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। করোনা সংকট নিরসন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।