কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিল যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাকা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরমোহড়া গ্রামের আবদুল মোতালেবের ৩০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করেন। সেই ধান মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেন তারা।

দলীয় সূত্র জানায়, করোনাভাইরাসের সংকট নিরসনে যুবলীগ নেতা জনি ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দি থাকা কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। তার এই কাজ এখনও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জেলা যুবলীগের অনুপ্রেরণায় জনির নেতৃত্বে কৃষকের ধান কেটে দেয়া হয়েছে। যারা শ্রমিক ও টাকার অভাবে ধান কাটাতে পারবেন না তাদের সহযোগিতায় যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন। এই মহতী কাজে স্থানীয় ছাত্রলীগের নেতারাও হাত লাগিয়েছেন। জনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

Lakshmipur-pic-(3)

জানতে চাইলে যুবলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষ গৃহবন্দি। এতে কৃষকরা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। তাই আমি নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।