করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও ১২ জন হাসপাতালে
প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে একদিনে ভর্তি হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২ জনের মধ্যে পাঁচজনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে এবং চারজনকে রামেক হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
সাইফুল ফেরদৌস বলেন, জ্বর-সর্দি-কাশিসহ যারা সন্দেহভাজান তাদের মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ বেশি তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং অন্য রোগে আক্রান্ত যেসব রোগীদের শরীরে জ্বর রয়েছে তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণ ওয়ার্ডে।
রাজশাহী জেলায় এ পর্যন্ত আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলায় চারজন, বাঘায় একজন, বাগমারায় একজন ও মোহনপুরে একজন রোগী পাওয়া গেছে। আক্রান্তদের মাঝে চারজন পুরুষ ও চারজন নারী।
ফেরদৌস সিদ্দিকি/এফএ/এমকেএইচ