লক্ষ্মীপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন থেকে তার শ্বাসকষ্ট ছিল। দু’তিন দিন ধরে জ্বরেও ভুগছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে হাজিরহাট হাফিজিয়া মাদরাসা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সকালে শ্বাসকষ্ট নিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই বাড়ি লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে রামগঞ্জে ১৬, সদরে ১০ (একজন ঢাকা থেকে আগত), কমলনগরে ৩ ও রামগতি উপজেলায় ১ জন রয়েছেন।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।