ত্রাণের দাবিতে স্থানীয়দের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে ত্রাণের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার (২৭ এপ্রিল) টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আশপাশের ৭-৮ গ্রামের লোকজন অংশ নেন।

সড়ক অবরোধকারীরা জানান, করোনাভাইরাসের কারণে তারা কর্মহীন আর অসহায় হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

jagonews24

পরে খবর পেয়ে ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ত্রাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।