ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় ইমতিয়াজ আহমেদ সিহাব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সদরের বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিহাব কালিহাতী পৌরসভার সালেংকা গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী বলেন, দুপুরের দিকে সিহাব মোটরসাইকেল নিয়ে কালিহাতী থেকে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিহাব মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।