পটুয়াখালীতে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০

পটুয়াখালীতে নতুন করে আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় একজন ও বাউফলে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাউফলে আক্রান্তের সংখ্যা আটজন।

নতুন আক্রান্তরা হলেন- বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের এক তরুণ (১৮), চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক যুবক (২৮) ও কলাপাড়ার ধানখালী গ্রামের এ যুবক (২০)। তারা চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরেছেন। গত ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাদেরকে বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। ইতোমধ্যে উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে।

এদিকে করোনা আক্রান্ত ২৩ জনের মধ্যে দুমকিতে এক পোশাককর্মী ও পটুয়াখালী সদর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। আক্রান্তরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জসহ বাইরের জেলা থেকে আসা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।